
কিশোর কুমার : পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় অমিত দেবনাথ (৫২)নামে এক বই ব্যাবসায়ী নিহত হয়েছে আহত হয়েছে ২জন। নিহত ঐ ব্যাক্তি পাটকেলঘাটার খলিষখালী গ্রামের মৃত ঞ্জানেন্দ্র দেবনাথের পুত্র অমিত দেবনাথ। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান পাটকেলঘাটা দলুয়া সড়কে আচিমতলা নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। খলিষখালী ইউপি সদস্য উত্তম কুমার দে জানান, অমিত দেবনাথ বুধবার সকাল ৯টার দিকে খলিষখালী থেকে বই আনার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে পাটকেলঘাটা যাচ্ছিলেন পথিমধ্যে আচিমতলার বাবুর ভাটা নামক স্থানে সামনে থেকে আসা মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরত্বর আহত হন পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ১০টা৩০দিকে তার মৃত্যু ঘটে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি শুনেছি তবে এই ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
