
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পাটকেলঘাটায় কর্মরত সাংবাদিকদের মাঝে প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পাটকেলঘাটা প্রেসক্লাবে এক আলোচনা সভা শেষ ঈদ উপহার বিতরন করা হয়। পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক
ইয়াসিন আলী। আরো বক্তব্য রাখেন সহ সভাপতি নাজমুল হক খান, সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী, মাগফুর রহমান ঝান্টু প্রমূখ। আলোচনা সভা শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সকল সদস্যকে ঈদ উপহার তুলে দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাংবাদিক নবকুমার দে,শাহিন আলম, এম এম মজনু, মনিরুজ্জামান, আলমগীর হোসেন, আতাউর রহমান, রিপন হোসাইন, খায়রুল আলম সবুজ, সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।