
শিবপুর প্রধিনিধি: পরানদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ সালের সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১১টায় অত্র স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী তরুন ক্যান্তি সানা । অথিতি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের মানেজিং কমিটির উপদেষ্টা সদস্য ইউপি সদস্য মোঃ আজহারুল ইসলাম, ম্যানিজিং কমিটির সদস্য মোঃ মতিয়ার রহমান, সহকারী শিক্ষক মোঃ শফিউল ইসলাম শাহিন, মোঃ আলতাফ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন পারানদহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী দিপংকর সরকার, মোছাঃ শিরিনা আক্তার, মোছাঃ মুক্তা জাহান, মোছাঃ তানিয়া খাতুন। শিক্ষানুরাগী সদস্যা মোছাঃ মাশকুরা খাতুন সহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী তরুন ক্যান্তি সানা।
উল্লেখ্য, চলতি বছরে অত্র বিদ্যালয় থেকে ৩১ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করবে। অনুষ্ঠান শেষে পরিক্ষার্থীদের মাঝে পরীক্ষার সরঞ্জাম প্রদান করা হয়।