
তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর কেবলা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহসূীফ আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বাদ ফজর নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে মিলাদ শরীফ অনুষ্ঠিত হওয়ার পর সকাল ৯ টায় ফ্রি-সুন্নাতে খাতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ এনামুল হক, নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, নলতা হাসপাতালের সুপারিনটেনডেন্ট আবুল ফজল মাহমুদ বাপী, আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, আলহাজ্জ শিক্ষক মোঃ ইউনুচ, আলহাজ্জ শিক্ষক মোঃ সাইদুর রহমান, ডাক্তার আকছেদুর রহমান, আলদাজ্জ মোঃ মালেকুজ্জামান, রমজান আলী প্রমূখ।
ক্যাম্পে ১৯১ জনকে সুন্নাতে খাতনা দেওয়াসহ বিনামুল্যে প্রয়োজনীয় ঔষধ ও লুঙ্গি-গেঞ্জি দেওয়া হয়।