
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কুঁন্দুড়িয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার নওয়াপাড়া মন্দির মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও পূজা কমিটি এ ৪ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে। খেলায় নওয়াপাড়া শাফলা ফুটবল একাদশ ও কুঁন্দুড়িয়া ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা টাইব্রকারে গড়ায়। টাইব্রেকারে কুঁন্দুড়িয়া দল ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। টুর্ণামেন্টের দ্বিতীয় খেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল প্রধান অতিথি ও প্রভাষক মাহবুবুল হক ডাবলু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা শেষে ট্রফি বিতরণ করেন, মেম্বার রবিউল ইসলাম, সাবেক মেম্বার আবু সাইদ, আক্তারুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আঃ মোত্তালেব ঢালী। খেলা পরিচালনা করেন শীষ মোহাম্মদ জেরী। সহকারী রেফারী ছিলেন প্রকাশ চন্দ্র বাছাড় ও স্বপন সরদার। ধারাভাষ্যে ছিলেন আবু মুছা।