
ধুলিহর প্রতিনিধি: ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) আসরের নামাজেরমাজের পর থেকে ধুলিহর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার ওলামা বিভাগের সভাপতি ও জেলা কর্ম পরিষদ সদস্য ড. রুহুল আমিন, সাবেক জেলা ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার নায়েবে আমীর ও ফিংড়ি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান, এছাড়া আরো উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন ও সাবেক আমীর অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী,ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ ক্বরী মাওলানা আনওয়ারুল ইসলাম, আজিজুল হাকিম,মাস্টার আবুল হাসান,গোলাম আকবর, আব্দুল জব্বার সহ ধুলিহর ইউনিয়নের সকল রুকন বৃন্দ।এসময় আগামী সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়,প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকনকে কাজ করতে হবে সীসা ঢালা প্রাচীরের ন্যায়।

