
নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চৌধূরী করোনায় আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যায় এ প্রতিবেদকের সাথে মুঠোফোনে কথা হলে আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চৌধূরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরীক্ষা শেষে বৃহস্পতিবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপরেই তিনি সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। তিনি তাঁর সূস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চৌধূরী বর্তমান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এ এন্ড ও) ড. মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার) এর আপন ভাই।