
স্টাফ রিপোর্টার, দেবহাটা:
দেবহাটা উপজেলার বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদার্য়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২২মার্চ) সকাল ১০টায় অত্র বিদ্যালয়ে এই সংবর্ধণা দেওয়া হয়। বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ও প্রাক্তন প্রধান শিক্ষক ইমাদুল হক, ইউপি সদস্য সামছুজ্জামান (ময়না)।
এসময় বিদ্যালয়ের অবিভাবক সদস্য রমজান মোড়ল, ডাঃ মনিরুজ্জামান মনি, সহকারী শিক্ষক যথাক্রমে, সেলিমুজ্জামান, রফিক-উল ইসলাম খান, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, মুজিবুদৌলা শামীম, সাফিয়া খাতুন, জ্যোতি রাণী, মুশফিকুর রহমান, সমরেশ স্বর্ণকার, রামপ্রসাদ, শংকর কুমার, আমিমুল হাসান ও মুনির মোস্তফাসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক তপন কুমার গাইন। ২০২৩ সালের ১১৫ জন এস এস সি শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করবে।