
প্রেস বিজ্ঞপ্তি: একাত্তর টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সাতক্ষীরার সম্পাদক সাংবাদিক বরুন ব্যানার্জীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনার গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন দেবহাটা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দরা। সোমবার দেবহাটা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে সাংবাদিক বরুন ব্যানার্জীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক সংগঠন দুটিতে কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা। বিবৃতিতে বলা হয়েছে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সংবাদপত্রের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনা, স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। তাই লিখিত বিবৃতির মাধ্যমে নেক্কার জনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ অবিলম্বে মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবী জানিয়েছেন সাংবাদকর্মীরা। দেবহাটার সাংবাদিক সংগঠন দুটির পক্ষ থেকে নিন্দা জানিয়ে বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সহ-সভাপতি রশীদুল আলম রশীদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল্যাহ আল মাসুদ, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ডাঃ অহিদুজ্জামান, নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আফসার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিন আলম, কার্যনির্বাহী সদস্য অনুপ কুমার, আলমগীর কবির, সাদিকুজ্জামান সোহাগ, মঞ্জুরুল কবির প্রমুখ।