
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ ও মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত। গতকাল ১৮ই ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনে উক্ত শোভাযাত্রাটি পারুলিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবু রায়হায় চত্ত¡রে শেষ হয়। পারুলিয়া আবু রায়হান চত্ত¡রে শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,আ.লীগনেতা মারুফ হোসেন, মোনায়েম হোসেন সেচ্ছালীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, তাতী লীগের সভাপতি আশরাফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্বেবৃন্দ ।