
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটা উপজেলার ঘলঘলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন স্থগিতের জন্য ইউএনও বরাবর আবেদন পত্র জমা দিয়েছে বিদ্যালয়ের অভিভাবকদের একটি অংশ। আবেদন পত্র সুত্রে জানাযায়, গত ২৬ নভেম্বর স্থানীয় ৫ টি মসজিদের ইমামদের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রচার হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৯ নভেম্বর ২১ তারিখে বিদ্যালয়ের ৪ জন অভিভাবক সদস্য নির্বাচনের তফশিল ঘোষনা হয়। সে অনুযায়ী ২৯ নভেম্বর সোমবার সকাল ১০ টায় সকল অভিভাবকদের উপস্থিতিতে তাদের মতামতের ভিত্তিতে কন্ঠভোট/ হাত উঠিয়ে ০৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়। সকল শিক্ষক, নির্বাচন কালীন আহবায়ক কমিটির ২ জন শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্যদের উপস্থিতিতে ওই অনুষ্ঠান পরিচালনা করেছিলেন প্রধান শিক্ষক রেজাউল করিম। কিন্তু গত ৯ ডিসেম্বর প্রধান শিক্ষক পুনরায় নির্বাচনের তফশিল ঘোষনা করলে অভিভাবক ও এলাকাবাসী বিস্মিত ও হতবাক হয়। তাছাড়া এবিষয়ে প‚র্বের উপস্থিত থাকা আহবায়ক কমিটির ২ শিক্ষক সদস্যও কিছু জানেনা বলেও আবেদনে উল্লেখ আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এসব কর্মকান্ড এবং তার অধীনস্ত ও আস্থাভাজন অভিভাবক সদস্য নির্বাচনের অপচেষ্টা অভিভাবকদের ক্ষোভ এবং হতাশাগ্রস্ত করেছে। তাছাড়া উক্ত প্রধান শিক্ষকের অধীনে সুষ্ট, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব না হওয়ার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা ও নির্বাচনের তফশীল স্থগিতসহ সুষ্ট নির্বাচনের দাবী জানিয়েছে অভিভাবকরা।