
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ২দিনব্যাপী প্রোগ্রাম কোয়ালিটি ও সেল্ফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রবি-সোমবার (১৯ ও ২০ অক্টোবর) পারুলিয়া আহছানীয়া মিশনের সেমিনার কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এপি, সুশীলনের বাস্তবায়নে এ ওয়ার্কশপের উদ্বোধন করা হয়। প্রোগ্রাম কোয়ালিটি ও সেল্ফ রিভিউ ওয়ার্কশপ পরিচালনা করেন খুলনা এপি’র টেকনিক্যাল স্পেশালিস্ট (প্রোগ্রাম) গোলাম সরোয়ার, টেকনিক্যাল স্পেশালিস্ট (শিক্ষা) টনি উইলসন ডি কস্তা, টেকনিক্যাল স্পেশালিস্ট (স্বাস্থ্য) রায়য়ান কবির। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন শিংয়ের সভাপতিত্বে সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মামুন হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সর অফিসার পল্টন বিশ্বাস, সুশীলনের মনিটরিং অফিসার শরিফুজ্জামান, জুনিয়র প্রোগ্রামার সেবা পোনিয়া, সিডিও মিজানুর রহমান, আসদুজ্জামান রিপন, নিলাদ্রী বিশ্বাস, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার কর্মকর্তা, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, আরসি শিশুর পরিবার, ধর্মীয় নেতা, উপস্থিত ছিলেন। এসময় দেবহাটা উপজেলার ৪টি ইউনিয়নে বিগত এক বছরের কাজের রেটিংয়ের মাধ্যমে কাজের মূল্যায়ন করা হয়, কি কারনে রেটিং দেয়া হল টার ব্যাখ্যা ও কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়। পরিশেষে, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মামুন হোসেন এই ভাল রেটিংয়ের ধারা অব্যাহত রাখা ও উন্নয়নযোগ্য সেক্টরগুলো যাতে আগামীতে ভাল রেটিংয়ে আসে তার উপর গুরুত্তপ্রদান করেন ও সকলকে ধন্যবাদ প্রদান করেন।