
সাতক্ষীরার দেবহাটায় উৎসবমুখর পরিবেশে সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার ইছামতী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হয়।
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সার্বিক সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় বিভিন্ন বিষয়ের ওপর আকর্ষণীয় স্টল প্রদর্শন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল: সমৃদ্ধি বাড়ি ও টেকসই উন্নয়নের চিত্র।
ক্ষুদ্র পরিসরে ব্যবসার ধারণা। শীতকালীন হরেক রকমের পিঠাপুলির স্টল। বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প।
অনুষ্ঠানের অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্থানীয়দের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম এবং ইছামতী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যাপক আছানুস সালেহীন রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসের পরিবেশ সমন্বয়কারী ইমন পারভেজ প্রিন্স। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাসের রিজিওনাল ম্যানেজার (ঋণ কর্মসূচি) মো. আসাদুজ্জামান, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. আলমগীর হোসেন, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শেখ জহিরুল ইসলাম এবং সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোছা. শামীমা খাতুন।
মেলার সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ গীতিকার, এবং শ্রেষ্ঠ নৃত্যশিল্পীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, এ ধরণের উন্নয়ন মেলা গ্রামীণ জনপদে উদ্যোক্তা তৈরি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

