
আবু হাসান, কেশবপুর প্রতিবেদক:
যশোরের কেশবপুরে দুঃস্থ্য শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় মেধাবী শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সংস্থার উপদেষ্টা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ হাসনাত আনোয়ার মুন এবং হাফেজ তানভীর রাইয়ান এর সহযোগিতায় সোমবার এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
দুঃস’ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক হারুনার রশিদ বুলবুল এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জনাব মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা উপজেলা কৃষকলীগের সম্মানিত সাধারণত সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রমেশ দত্ত, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইউসুফ হোসেন ও শরিফুল ইসলাম প্রমুখ।