
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার তালা সদরের শিবপুর গ্রামের প্রায়াত আধ্যাত্নিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের সহধর্মিনী ও দৈনিক পূর্বাঞ্চল খুলনার তালা অফিস প্রধান ও সাতক্ষীরার দৈনিক সাতনদী প্রত্রিকার বিশেষ প্রতিবেদক সাংবাদিক এস.এম নজরুল ইসলামের মাতা মরহুমা খতেজান বিবির ২৩ তম মৃত্যু বার্ষিকী পালন হয়েছে। বুধবার সকাল থেকে তালার শিবপুরস্থ নিজস্ব বাসভবনে পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্নার শান্তি, মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বাড়িতে কোরআন তেলোওয়াত, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
খতেজান বিবি ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর শিবপুর বাসভবনে পরলোক গমন করেন।
দোয়ানুষ্ঠান ও ধর্মীয় আলোচনায় সভাপতিত্ব করেন মরহুমার পুত্র তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস,এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইমাম মাওলানা আলহাজ্ব তাওহীদুর রহমান। বিশেষ অতিথি ও দোয়ানুষ্ঠান পরিচালনা করেন আধ্যাত্নিক সাধক এজাহার আলী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল আলীম।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।