
আকবর হোসেন, তালা:
সাতক্ষীরার তালায় সামাজিক দুরত্ব নিশ্চিত করে তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৫০জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট ও চেক বিতরন করা হয়েছে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, প্রশিক্ষক পপি রানী বিশ্বাস, মারুফা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে ‘‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয় বর্ধক প্রশিক্ষন প্রকল্প” ৮ম ব্যাচের আওতায় বিউটিফিকেশন ও ব্লক বাটিক ২টি ট্রেডে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষানার্থীর মাঝে মাথাপিছু ছয় হাজার টাকার চেকসহ সার্টিফিকেট বিতরন করা হয়।