
আকবর হোসেন,তালা:
সাতক্ষীরার তালা উপজেলায় ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ টিআরএম এর পাখিমারা বিলের প্রবেশমুখ সংস্কার ও ফসলের ক্ষতি পূরনের দাবীতে বুধবার সকালে জালালপুর গোলা ভাংগা মাছের কাটা সংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে তিন দিনের মধ্যে কাজ শুরু না হলে রাজপথ অবরোধের ঘোষনা দেওয়া হয়েছে।
জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তির সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্কস পার্টির কেন্দ্রীয় সদস্য উপধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ওয়ার্কস পাটির সভাপতি অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, তালা ওয়ার্কস পাটির সাধারন সম্পাদক হিরনময় মন্ডল, মাগুরা ইউপি মেম্বর মইনুল ইসলাম, ইউপি মেম্বর মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা জাসদ ছাত্রলীগের সেক্রেটারী আব্দুল আলীম, জালালপুর জাতীয় পার্টির সাধারন সম্পাদক মকবুল হোসেন, জালালপুর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, ওয়ার্কস পাটির নেতা প্রশান্ত গাইন, দেলোয়ার হোসেন, সমাজ সেবক আইয়ুব আলী শেখ, আব্দুল হান্নানসহ শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, গত ২০ মে আম্পানে সাতক্ষীরা জেলার তালা উপজেলার টিআরএম এর পাখিমারা বিলের বাঁধ ভেঙ্গে নিন্মাঞ্চলের কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এক মাস পার হয়ে গেলেও একনো মেরামতের ব্যবস্থা গ্রহন করা হয়নি। এছাড়া ২০১১-২০২০ সাল পর্যন্ত টিআরএম চালু হলেও নামমাত্র ২ বৎসরের টাকা দিয়েছে কতৃর্পক্ষ। টিআরএম এর ক্ষতি পূরনের টাকা না পাওয়ায় অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে এই এলাকার হাজার হাজার মানুষ। প্রশাসনকে কয়েক দফা সরজমিনে দেখানোর পরেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বার বার বিষয়টি নিয়ে কতৃর্পক্ষের দারোস্থ হলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এলাকা পরিদর্শন করেছেন কয়েকবার কিন্ত দূর্ভোগ ১মাস অতিবাহিত হলেও কোন কার্যক্রম চোখে পড়ছে না। মানববন্ধন থেকে বক্তরা বলেন, আম্পানে ক্ষতিগ্রস্থের তালিকায় উপজেলা প্রশাসন হতে নাম না দেওয়ার কারনে কোন ক্ষতিপূরন পাইনি এলাকার লোকজন। এছাড়া পিআইসি গঠনে তালা উপজেলা নির্বাহী অফিসার এর নাম না দেওয়ার জন্য মানববন্ধন থেকে অনুরোধ জানানো হয়।
মানববন্ধনে মোট তিনটি দাবি জানানো হয়। টিআরএম এর পাখিমারা বিলের প্রবেশমুখ সংস্কার অর্থাৎ বালিয়া বেলী ব্রিজের সামনে পশ্চিম পাশের ১নং প্রবেশমুখ বাঁধা, টিআরএম এর আওতায় জমির অধিগ্রহনের ক্ষতি পূরনের টাকা দ্রুত প্রদান করা এবং টিআরএম এর ভেঁড়ীবাধের ১২কিঃমিঃ বাঁধ সংস্কার করা। মানববন্ধনে মাগুরা, জালালপুর, খেশরা ও খলিশখালীর ইউনিয়নের লোকজনসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, আমার অফিসের লোকজন সাইড পরিদর্শন করেছে । ২/১ দিনের মধ্যে কাজ শুরু করা হবে। আপাতাত ৩৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।