
ভ্রাম্যমান প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে দলীয় মনোনয়ন না দেওয়ায় ৯ম দিনের মতো প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত আছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় নারীরা বিক্ষোভ সমাবেশ করে। উপজেলা বিএনপির কার্যাল্যায় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে কালিগঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে অবস্থান করে ঘন্টাব্যাপী এই সমাবেশে অসংখ্য নারীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, “অধ্যাপক ডা. শহিদুল আলম সর্বস্থরের মানুষের প্রিয় জন। তার জনপ্রিয়তা, ত্যাগ ও দলের প্রতি অনন্য। এমন একজন নিবেদিতপ্রাণ নেতাকে উপেক্ষা করা তৃণমূল কর্মীদের মনে গভীর ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।” তারা কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশে বলেন, “আমরা চাই, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অধ্যাপক ডা. শহিদুল আলমকে মনোনয়ন প্রদান করা হোক। আর কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করা হোক। কাজী আলাউদ্দীন এতদিন সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী ছিলেন। তিনি হঠাৎ কিভাবে সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন পেলেন। এতে সর্বস্থরের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই আসনে যদি ডাক্তার শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে আসনটি হারাতে হবে। তাই দলের উদ্ধতন নেতৃবৃন্দদের কাছে অনুরোধ জানাচ্ছি গরীবের বন্ধুকে এই আসনে মনোনয়ন ফিরিয়ে দেওয়া হোক। এসময় উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন বিএনপি নেত্রী ও সাধারণ নারীরা বক্তব্য দেন।

