
নিজস্ব প্রতিবেদকঃ গত ১৫ সেপ্টেম্বর বিভিন্ন প্রিন্ট পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে “চোরাচালানের ট্রলারে কাজ করতে গিয়ে ১১ দিন নিখোঁজ হাড়দ্দহের ইমরান” শিরোনামে সংবাদটি সম্পূর্ণ ভূয়া, মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকৃত পক্ষে, আমার ছেলে ইমরান হোসেন কখনও কোনদিন চোরাচালানির সাথে যুক্ত ছিল না। সে বন্ধুদের সাথে প্রায়ই ঘুরতে যেত। গত ৫দিন পূর্বে সে বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যায় এবং সেখানে সাগরে বেড়ানোর সময় তাদের বোর্ডটি দূর্ঘটনার কবলে পড়ে ইমরান নিখোঁজ হয়। যা সেখানকার প্রশাসনের কাছেও খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় একটি কুচক্রীমহল বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে নিজেদের স্বার্থসিদ্ধি হাসিল করতে সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে একটি নাটক তৈরী করে ওই সংবাদটি প্রকাশ করা হয়েছে। যার কোন রকম সত্যতা নেই। সংবাদের মূল উদ্দেশ্য ছিল হাড়দ্দহ গ্রামের হাফিজুর রহমান মণ্টু ও তার ভাই স্থানীয় বিএনপি নেতা রবিউল ইসলামকে ফাঁসানো হয়েছে।
তাছাড়া সংবাদ প্রকাশ করার আগে আমার বা আমার পরিবারের কোন সদস্যদের বক্তব্যও নেওয়া হয়নি। সমাজে আমাদের ও হাফিজুর রহমান মণ্টু এবং তার ভাই স্থানীয় বিএনপি নেতা রবিউল ইসলামকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে এধরনের ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।