
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় অবস্থিত আল্লাহর দান ফিলিং স্টেশনের কর্মচারীকে মারপিট করে হাসপাতালে পাঠানোয় তৃপ্ত না হয়ে পরদিন রাতে রান্না ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার জোড়দিয়া গ্রামে আগুনে ঘর পোড়ানোর ঘটনা ঘটে।
ফিলিং স্টেশনের কর্মচারী কামরুজ্জামান উত্তর জোড়দিয়ার বাসিন্দা। পূর্ব শত্রুতার জেরধরে গোবরদাড়ি গ্রামের আলাউল সরদার, বাপ্পি হোসেন, জোড়দিয়া গ্রামের হায়দার আলী ও সিরাজুল ইসলাম ওরফে জুল ১৮ মার্চ সকালে লাঠিশোটা নিয়ে কামরুজ্জামানের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে গালিতালাজের এক পর্যায়ে বেধড়ক মারপিট করে আহত করে। তার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও মারপিট ও শ্লীলতাহানি ঘটায়। ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। স্বাক্ষীরা তাদেরকে উদ্ধার করে গুরুতর আহত কামরুজ্জামানকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে ঐদিনই থানায় লিখিত অভিযোগ করা হয়। আহত কামরুজ্জামান ও তার পরিবারের লোকজন জানান, হামলাকারীরা তাকে হাসপাতালে পাঠিয়েও স্বস্তি পায়নি। পরদিন ১৯ মার্চ দিবাগত রাতে আবারও তারা তাদের বাড়িতে ঢুকে রান্না ঘরে আগুন দিলে পুড়ে যায়। তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।