
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ
তালায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরাতন ফুটবল মাঠ জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান,পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করে সুষ্ঠ নির্বাচন সহ ৫ দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মফিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা -১ আসন এর সংসদ সদস্য ও পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
এ সময় প্রধান অতিথি বলেন, তিনি তরুন প্রজন্মের প্রথম ভোট,দাঁড়িপাল্লার পক্ষে হোক দাবি করেন। চব্বিশের জুলাই ফ্যাসিস্টমুক্ত বা দুর্নীতি-চাঁদাবাদমুক্ত দেশ গড়ার স্বপ্ন শেখাতে পারেনি, কিন্তুু যাতে আর কোন ফ্যাসিবাদের জন্ম বাংলাদেশে না হয়।
উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক,শ্রমিককল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী।
বক্তব্য রাখেন ডাঃ আফতাব হোসেন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাওঃ রেজাউল করিম, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, অফিস সেক্রেটারী জাহাঙ্গীর হোসাইন, হাফেজ শাহ আলম, ইসলামকাটির ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাকিম , তালা ইউনিয়ন আমির মোঃ মুজিবুর রহমান,খলিলনগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেন,তেতুলিয়া ইউনিয়ন আমির মাওঃ আঃ হালিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, জালালপুর চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান, তালা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এ্যাঃ মশিউর রহমান, উপজেলা তথ্য ও মিডিয়া সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সেক্রেটার মাস্টার নাজমুল ইসলাম, তালা থানা ছাত্র শিবিরের সভাপতি আল জামালুল বান্না, পাটকেলঘাটা থানা ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম ।