
নিজস্ব প্রতিবেদক: ভারতীয় সরকারের স্কলারশিপ নিয়ে, স্বনামধন্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস পেয়ে সাফল্যের সাথে মাস্টার্স শেষ করেই দু’চোখে ম্বপ্নছিলো আকাশ ছোঁয়া। আসিফ নেওয়াজ পলাশপোল এলাকায় আগবার আলী মোল্ল্যা ও সালমা বেগমের দ্বিতীয় সন্তান। আসিফ নেওয়াজ দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারার স্বপ্ন তাকে তাড়া করে বেড়াতো। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য আবেদন করেছে আর বেশ কিছু বিশ্ববিদ্যালয় থেকে সাড়াও মিলেছে। এরই মধ্যে জাতিসংঘের ইন্টার্নশিপ প্রোগ্রামার সম্পর্কে জানতে পেরে সেই সুযোগ কাজে লাগানোর জন্য দীর্ঘ দুই মাস বিভিন্ন ধরনের পরিক্ষায় পাশ করে অবশেষে সেই আকাশছোঁয়া স্বপ্ন পূরন করে ফেললো সাতক্ষীরার কৃতি সন্তান আসিফ। প্রতিবছর বিশ্বের যেকোনো একটি দেশকে বেছে নেয়া হয় এই ইন্টার্নশিপের জন্য, তবে এবছর কোভিডের কারনে এ বৈঠক ভার্চুয়ালি আয়োজন করতে যাচ্ছে জাতিসংঘ। আগামি ২৮-২৯ আগষ্ট এই ভার্চুয়াল বৈঠকে সারা পৃথিবীর ৫ হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহন করার সুযোগ পাচ্ছে। সাতক্ষীরার সবার পরিচিত এই প্রিয় সন্তান বাংলাদেশের একজন হয়ে সেখানে প্রতিনিধিত্ব করবে যা সাতক্ষীরা তথা সারা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। এ বৈঠকে যেনো সে বাংলাদেশকে গর্বিত করতে পারে তার জন্য দেশের সকল মানুষের কাছে সে দোয়া চেয়েছে। তার পরবর্তী স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে সে জানায়, অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা অর্জন করে আমি দেশের এবং দেশের মানুষের সেবা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।