
প্রেস বিজ্ঞপ্তি: তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার মিশন সভা কক্ষে যুব নেতৃত্বে জনসেবার ক্ষেত্রে পাবলিক ন্যারেটিভ পরিবর্তন বিষয়ে স্থানীয় সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল ১০ টায় ধানদিয়া ইউনিয়নের মানিকহার মিশনের সভা কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে পাবলিক ন্যারেটিভ পরিবর্তন বিষয়ে ক্যাম্পেইনে মানিকহার মিশন কমিটির সভাপতি নিরঞ্জন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধানদিয়া ইউনিয়নের ১, ২ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রহিমা বেগম। বিশেষ অতিথি ছিলেন মানিকহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, মানিকহার মিশনের পালক মাইকেল সরদার, সাংবাদিক মো: ইদ্রিস আলি। এছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও যুব সদস্যবৃন্দ। সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং একটি রক্ষণশীল এলাকা। এখানকার নারীরা কিছুটা পিছিয়ে আছে, যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিভিন্ন সরকারী সুযোগ-সুবিধা, নিরাপদ কাজের সুযোগ, বাল্যবিবাহ, মতপ্রকাশের স্বাধীনতা, পারিবারিক ও সামাজিক বাঁধা ইত্যাদী সব ক্ষেত্রে। অধিকাংশ নারী তাদের পরিবার এবং সমাজ দ্বারা বৈষম্যের শিকার হয়। ধর্মীয় দৃষ্টিকোন থেকে নারীদের বের হয়ে আসা একটি বড় বাধা। এসব প্রতিবন্ধকতা দূর করতে যুব-নেতৃত্বে সচেতনতামুলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল নারীদের ব্যক্তিগত স্বাধীনতা ও মত প্রকাশ সম্পর্কে কমিউনিটিতে সচেতনতা সৃষ্টি করা, সমাজ ও তাদের পরিবার থেকে নারী সম্পর্কে ভ্রান্ত ধারনা কুসংস্কার দুর করা এবং নারীদের অবাধ বিচরণ ও শিক্ষার সুযোগ সৃষ্টি করা। বক্তরা বলেন, একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সিডো সংস্থার বাস্তবায়নে এফরটি প্রকল্পের আওতায় নারীদের মর্যাদা ও তাদের বাক-স্বাধিনতার বিষয়ে যে প্রোগ্রামের আয়োজন করেছে সত্যিই প্রশংসার দাবিদার। যুব সদস্যবৃন্দ বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী উপস্থিতিদের কাছে প্রশ্ন করেন এবং কিভাবে নারীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহন করার আহবান করেন। যুবদের নেতৃত্বে সামাজিক সুরক্ষা বিষয়ে সকলের সম্মলিত প্রচেষ্টায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।