
জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের রাউজান ও বোয়ালখালী উপজেলার হালনাগাদ যাচাই-বাছাইকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দিবেন।
সোমবার এক সংবাদ সম্মেনে জেলা প্রশাসক আবুল বাশার ফখরুজ্জামান এ কথা বলেন।
তিনি বলেন, তিন পর্বের সাফল্যের ধারাবাহিকতায় ৪র্থ পর্যায়ে আগামী ২২ মার্চ চট্টগ্রাম জেলার তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ১৫৯টি এবং ৪র্থ পর্যায়ের ৮৯৩টিসহ মোট ১ হাজার ৫২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হবে। একই সাথে রাউজান ও বোয়ালখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। এরআগে চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।