
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলার খাজরায় ইউনাইটেড সেকেন্ডারী হাই—স্কুলে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ, আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ছানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ফলাফল তুলে দেন, খাজরা ইউপির সাবেক সচিব নিরাঞ্জন কুমার ঘোষ। এর আগে সাবেক ৩ বারের প্রধাম মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ১মিনিট নিরাবতা পালন করে শোক প্রকাশ করা হয়। সহকারি শিক্ষক বিষ্ণুপদ গাইনের সঞ্চলানায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবক ইউনুছ আলী, ব্যবসায়ী ইলিয়াজ হোসেন, ইউনাইটেড সেকেন্ডারী স্কুল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, গ্রাম ডাক্তার দীনেশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য রবিউল ইসলাম, বিকাশ চন্দ্র মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে প্রতি শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

