
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ১৪ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা শেষে শান্তিপূর্ণ বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।
পূজা চলাকালীন ও বিসর্জনের সময় এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ মন্ডপ পরিদর্শন ও বিসর্জন ক্রিয়া উপভোগ করেন। খাজরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলাম মোল্যা পূজা মন্ডপে গমন করে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস মোল্যা, প্রদীপ কুমার মন্ডল, সাবেক মেম্বার ইসমাইল হোসেন, ৪ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী সুজন কুমার সানা। এছাড়া ৩ শতাধিক মটরসাইকেল বহর নিয়ে অহিদুল ইসলাম ১৪টি শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। দক্ষিণ গদাইপুর পূজা কমিটির সভাপতি বাপ্পি ও সম্পাদক হেমাংশ, পারিশামারী পূজা কমিটির সভাপতি বিনোদন বিহারী রায়, সম্পাদক পশুপতি রায়, পশ্চিম ফটিকখালী পূজা কমিটির সভাপতি দিনুবন্ধু সরকার, সম্পাদক কমোলেশ সরকার, খালিয়া পূজা কমিটির সভাপতি বিধান চন্দ্র মন্ডল, সম্পাদক সন্দীপ কুমার মন্ডল, খাজরা বাজার মন্দির সভাপতি শিবপ্রসাদ মন্ডল, সম্পাদক বিকাশ চন্দ্র সানা, খাজরা ঘোষপাড়া পূজা মন্দির সভাপতি বাবলু ঘোষ, সম্পাদক দেব্রত ঘোষ, খাজরা সাধুখাপাড়া মন্দির সভাপতি আনন্দ কুমার দাশ, সম্পাদক সিদ্ধার্থ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।