
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে মৎস্য ঘেরের বাঁধ কেটে ঘের দখলের ঘটনায় আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ে করা হয়েছে। একই সাথে বাঁধ কেটে লক্ষাধিক টাকার মাছ লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে, গুনাকরকাটি গ্রামের জরিবিল নামক স্থানে গুনাকরকাটি গ্রামের মৃত সহিল উদ্দিন সরদারের ছেলে আব্দুল বারী বিলের মধ্যে তিন স্থানে খন্ড আকারে মৎস্য ঘের করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু উক্ত ঘরের প্রতি একই এলাকার সাদ্দাম হোসেন, আব্দুস সামাদ ও মহিউদ্দিন সরদারের কু-নজর থাকায় তারা বিভিন্ন সময় জোর জবর দখল করার চেষ্টা করাসহ বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি করে আসছিলো। এরই জের ধরে সাদ্দাম হোসেন, আব্দুস সামাদ ও মহিউদ্দিন সরদার সহ অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি দা, কোদাল, শাবল নিয়ে আব্দুল বারীর ঘেরের বাঁধ কেটে তাদের ঘেরের সাথে মিশিয়ে দিয়ে খেপনা জাল দিয়ে উক্ত ঘেরের লক্ষাধিক টাকার মাছ লুট করে। এসময় আব্দুল বারী বাঁধা দিতে গেলে তাদের হাতে থাকা মাটি কাটার অস্ত্র দিয়ে ধাওয়া করে। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করা হয়েছে বলে জানান আব্দুল বারী। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।