
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা পশ্চিম পাড়া বড় জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) রাতে স্থানীয় যুব কমিটি মাহফিলের আয়োজন করে।
ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য কুল্যা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম দেলওয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন, মাওঃ আজিজুল ইসলাম জিহাদী। দ্বিতীয় বক্তা ছিলেন, মাওঃ আব্দুল আলিম।