
ওমর ফারুক মুকুল: দেবহাটার টিকেট গ্রামের এক প্রতিবন্ধি সহ তিন পরিবার প্রভাবশালীদের কাছ থেকে নিজেদের ন্যায্য জমির হারি হতে বঞ্চিত। জমির ন্যায্য কাগজ পত্র থাকা সত্ত্বেও প্রভাবশালী ভূমিদস্যুদের দখলদারীত্ব থেকে না পারছে নিজেদের জমি উদ্ধার করতে,না পাচ্ছে ন্যায্য হারির টাকা। জানাযায়, টিকেট গ্রামের মৃত বাসুদেব সরকারের পুত্র দুলাল সরকার (জি এল-৩৫, খতিয়ান নং-৪/১, দাগ নং-৬৬, দলিল নং-৫৫৪,৫৫২), মৃত হামজা গাজীর পুত্র (জি এল -৩৫, খতিয়ান-৪/১, দাগ নং-৭৪, দলিল নং-৫৩৫,৫৩৩), মৃত গোষ্ট পদ সরকারের স্ত্রী (জি এল -৩৫, খতিয়ান-৪/১, দাগ নং-৬৬) তাদের নামীয় ৯২ শতাংশ জমি বিগত প্রায় বিশ বছরে অধিক সময় যাবত একই এলাকার মৃত মাদার মন্ডলের ছেলে অজয় মন্ডল ও প্রভাস মন্ডলের ছেলে তন্ময় মন্ডল এর কাছে বাস্যরিক হারীতে মৎস চাষ করার জন্য দেন। প্রথম ৮/৯ বছর হারীর টাকা ঠিকমত দিলেও ২০১০ সাল থেকে অদ্যবধী ২০২১ সাল পর্যন্ত এগার (১১) বছর যাবত হারীর টাকা নিয়ে বিভিন্ন তালবাহানা করছে। জমির মালিকগন এলাকার দরিদ্রশ্রেনীর মানুষ হওয়ায় তারা দখলদার প্রভাবশালীদের বিরুদ্ধে কার্যত কোন পদক্ষেপ নিতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী মহল প্রশাসনের উদ্ধর্ত¡ন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।