
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লিয়াকাত আলী নামের এক ব্যক্তি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ পুত্র ২কন্যা সন্তান নাতি–নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ১২ টায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে নিজ বাসভবনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তার জানাজা নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা লিয়াকাত আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান আসানুল্লাহ সহ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। গার্ড অব অনার প্রদান শেষে কালীগঞ্জে মহৎপুর সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।