
হাফিজুর রহমান: আইনশৃংঙ্খলা রক্ষায় কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন মামলার ১৩জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের নির্দেশে উপ পরিদর্শক অর্পনা, সনজিব সরকার, সহকারী উপ পরিদর্শক তপন, তারেক, জিল্লুর রহমান সহ অন্যান্যরা রবিবার রাত্র ব্যাপী উপজেলার বিভিন্ন স্থান হতে অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার বাজারগ্রামের শেখ আফতাব উদ্দীনের স্ত্রী রাফেজা খাতুন (৪৫), পুত্র শেখ শরিফুজ্জামান(২০), আব্দুল লতিফের পুত্র রানা (৩০), পাইকাড়া গ্রামের মহাসিন আলমের পুত্র সাইফুল্লাহ আলম (৩৫), রঘুনাথপুর গ্রামের মৃত আদর আলী গাজীর পুত্র সামছুর গাজী (৪০), আরশাদ আলীর পুত্র ফজর আলী (৩৫), পূর্ব নলতা গ্রামের নজরুল ইসলামের পুত্র তৌহিদুর রহমান(৩০), নলতা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন (২৬), সাদবসু গ্রামের বিশ্বজিৎ সরকারের স্ত্রী সুমিতা রানী (২৫), লক্ষ্মীনাথপুর গ্রামের কাজী নুর আলমের পুত্র কাজী নুরুল হুদা (৪৫), শিবপুর গ্রামের সামছুর রহমানের পুত্র আশরাফুল ইসলাম (৩৮), কালিকাপুর গ্রামের ফজর আলীর পুত্র মনিরুল ইসলাম (২৬), কাটুনিয়া রাজ বাড়ি গ্রামের জিয়াদ আলীর পুত্র আমিনুর রহমান (২৪), আটকৃতদের সোমবার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।