
আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে এসওডি এর উপর পুনরুজ্জীবিতকরণ রিফ্রেশাস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে ইউএসআই ডি এর বুড়ো ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্ট কার্যক্রম বাস্তবায়নে দুর্যোগের আগে, দুর্যোগের সময় ও দুর্যোগের পরে কার্যক্রম বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। এসডি আর আর প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিপ্লব তফাদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, এসডিআর আর প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অপারেশন ম্যানেজার নবযাত্রা কুহু হাগিদক। প্রশিক্ষক ছিলেন শ্যামনগর সিপিপির সিনিয়র সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ, প্রশিক্ষণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য, এসওডিকি দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগ বিষয়ক কিছু পরিভাষা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণ ফলাফল ও করণীয়, ডিভাইসড এসওডির আলোকে স্থানীয় পর্যায়ে উপজেলা ও ইউনিয়ন পরিষদ দুর্যোগ ব্যবস্থা কমিটির সদস্যদের দায় দায়িত্ব সম্পর্কে আলোচনা, দেশের দুর্যোগ পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা এসওডির আলোকে অনুসন্ধান উদ্ধার ও আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ বিষয়ক আলোচনা, দলীয় কাজ দুর্যোগ ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সমাজ ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন প্রমুখ। প্রশিক্ষণে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।