
হাফিজুর রহমান /হাবিবুল্লাহ বাহারঃ- ব্যাংক থেকে টাকা তুলে এক ব্যবসায়ীর অফিসে ফেরার পথে আসাদুজ্জামান নামে এক কর্মচারীর নিকট হতে অস্ত্র ধরে দিনদুপুরে ২৪ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত (২৯ জুলাই) বৃহস্পতিবার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার উত্তর কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর। উক্ত ঘটনায় ঐদিন রাতে ব্যবসায়ীর কর্মচারী ভুক্তভোগী আসাদুজ্জামান বাদী হয়ে ছিনতাইকারী আব্দুর রাজ্জাক ও আবদুস সাত্তারের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছে। ভুক্তভোগী আসাদুজ্জামান উপজেলার তারালী গ্রামের আব্দুল বারী সর্দারের পুত্র। সে উত্তর মেসার্স রহমান ফিসের মালিক আব্দুল হান্নানের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিল।
কাঁকশিয়ালী গ্রামের মৃত আব্দুর রহমান গাজীর পুত্র মেসার্স রহমান ফিসের মালিক আব্দুল হান্নান এবং ভুক্তভোগী আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, গত ২৯ জুলাই বেলা আনুমানিক ১ টার সময় কালিগঞ্জ ইসলামী ব্যাংক শাখা হতে ২৪ লক্ষ টাকা উত্তোলন করে ভ্যান যোগে ব্যবসা প্রতিষ্ঠানে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে কাঁকশিয়ালী গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুস সাত্তার ও আব্দুর রাজ্জাক প্রকাশ্য দিবা-লোকে অস্ত্র ধরে মোজাহার স্কুলের সামনে ফেলে মোটরসাইকেলযোগে এসে মারপিট করে ২৪ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে চলে যায়। ওই সময় আসাদুজ্জামানের ডাক চিৎকারে স্থানীয় ভ্যান চালক ও পথচারীরা এগিয়ে আসলে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।