
নিজস্ব প্রতিবেদকঃ- পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার নায়ক ওই স্কুলের প্রধান শিক্ষক ওয়াহেদুজ্জামান বাবলু কে গণপিটুনি দিয়ে লাঞ্ছিত করেছে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা-বাবা এবং এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রবিবার (১২-সেপ্টেম্বর) বেলা ১১টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা ভদ্রখালী গ্রামের মিলন হোসেন সাংবাদিকদের জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহেদুজ্জামান বাবলু দীর্ঘদিন ধরে স্কুলের ছাত্রীদের যৌন হয়রানী করে আসছে। আমার কন্যাকে দীর্ঘদিন যাবত যৌন হয়রানির ঘটনায় আমি উপজেলা শিক্ষা কর্মকর্তা কে জানাই। তখন তিনি তাঁকে বদলির আশ্বাস দেন এবং বলেন ওই স্কুলে প্রধান শিক্ষক আর যাবে না। লকডাউন শেষ রবিবার তাকে দেখে অভিভাবক মহল এবং আমরা প্রতিবাদ করি ওই সময় উত্তেজিত জনতা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবলুর নিকট জিজ্ঞাসা করলে তিনি ঘটনা অস্বীকার করে বলেন, স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে মতবিরোধের কারণে ও ক্লাবের জায়গা লিখে না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে চড়াও হয়। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার ঢাকায় থাকায় তার মোবাইল বন্ধ পাওয়া যায়। অত্র স্কুলের দায়িত্বপ্রাপ্ত সহকারি শিক্ষা কর্মকর্তা এটিএম মোস্তাফিজুর রহমানের নিকট ঘটনার সত্যতা জানার জন্য জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি ঘটনা শুনেছি তাকে ওই স্কুলে যাওয়ার কথা না। তাকে বদলির আবেদন করতে বলা হয়েছিল। তাকে আর ঐ স্কুলে না পাঠিয়ে অন্যত্র বদলি করে দেয়া হবে। বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে আপাতত উত্তপ্ত পরিবেশ শান্ত আছে।