
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মফিজুল হক মোড়ল এর পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাদাকাটি হিন্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠাক এর আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে উঠান বৈঠাকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান, কাদাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী এবং আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মফিজুল হক মোড়ল। এসময় তিনি বলেন, বিগত নির্বাচনের আগে ৫ বছর ইউপি চেয়ারম্যান হিসাবে আপনাদের দোয়ায় সফল ভাবে দায়িত্ব পালন করেছিলাম। এখন এলাকার মানুষের দাবীর মুখে এবং এলাকার সার্বিক উন্নয়নের কথা ভেবে আবারও ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের কথা ভাবছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দেন আর আমি যদি নির্বাচিত হতে পারি কাদাকাটি ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করবো। এসময় তিনি আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন। সবুজ আহমেদ এর পরিচালনায় মতবিনিময়কালে অবসারপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক সরদার, সমাজসেবক আলহাজ্ব আজিজুল হক, কার্তিক চন্দ্র মন্ডল, আওছাফুর রহমান, আনিছুর রহমান, সাবেক মেম্বার ইয়াকুব আলী বেগ, শিক্ষক কার্তিক চন্দ্র মন্ডল, ইউপি সদস্য হরে কৃষ্ণ মন্ডল, মেম্বার প্রার্থী আব্দুস সুবহানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।