
কলারোয়া ব্যুরো: কলারোয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলালের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আওয়ামী লীগ নেতা আধ্যাপক ইউনুছ খাঁন, এড. শেখ কামাল রেজা, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুছ আলী, আওয়ামী লীগ নেতা কপাই সভাপতি শেখ সহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মেজবাহ উদ্দীন নিলু, আকিমুদ্দীন আকি, ফারহানা হোসেন, সন্ধ্যা রাণী বর্মন, দিথী খাতুন, আওয়ামী লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, আনছার আলী সরদার, আব্দুস সালাম, সঞ্জয় সাহা, মহিলা আওয়ামী লীগ নেত্রী রহিমা বেগম কাজল, আওয়ামী লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সাহেব আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আশিকুর রহমান মুন্না, সাঈদুজ্জামান সাঈদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।