
বিশেষ প্রতিবেদক, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে জোর পূর্বক মালিকানা জমিতে রাস্তা তৈরির অভিযোগ করেছেন দেয়াড়া ইউনিয়নের রুস্তম আলীর ছেলে ওজিহার রহমান।
তিনি বলেন, আমি এই জমি মৃত সামছের আলীর স্ত্রী রহিমার কাছ থেকে লিজ নিয়ে কুল বাগান করেছি। প্রতিদিন সকালে নামাজ পড়ে বাগান দেখতে আসি। আজ (বৃহস্পতিবার) সকালেও বাগান দেখতে এসে দেখি, আমার প্রায় ১৬ টি কুল গাছ কেটে জমির ভিতর দিয়ে রাস্তা তৈরি করছে প্রায় ১৫০ জন লোক। আমি বাঁধা দিতে গেলে তারা আমার উপর চড়াও হয়। আমি ভয়ে কিছু বলতে পারিনি।
এ বিষয়ে রহিমা খাতুন বলেন, এই জমি আমর। আমি কারও কাছে জমি বিক্রি করিনি। আমার শরিকদাররা বিক্রি করেছে। অনেক আগেই জমি মেপে আমাকে এই খানে দিয়েছে তারা। আমি বিধবা মানুষ এই জমি লিজ দিয়ে খাই। আমজাদ আলী খানের ছেলে আব্দুর লতিফ খান বলেন, এই জমি আমার রেকর্ডের জমি সারাজীবন আমরা এই জমির ভোগদখল করছি। এই নিয়ে জজকোর্টে মামলা চলছে। হঠাৎ করে আজকে দেখছি আমাদের জমির উপর দিয়ে রাস্তা হচ্ছে । সুলতান মোল্লার ছেলে সহিদুল ইসলাম বলেন, আমার এক বিঘা জমির সরিষা নষ্ট করে দিয়েছে ২০ কুল গাছ কেটে ফেলে আমার রেকর্ডিও জমির মাঝখান দিয়ে রাস্তা করছে। আমি এর ক্ষতিপূরণ চাই।
এ বিষয়ে দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে বলেন, ২০১৬ সালে ডিসি স্যারের নামে এই জমি, জমির মালিকদের কাছ কেনা হয়েছে। আমার নেতৃত্বে প্রায় ৩৫-৪০ টি পরিবারের বের হওয়ার জন্য আনুমানিক ৩০০ মিটারের রাস্তা হচ্ছে। আমি এই রাস্তার জন্য জনগণের ১ ইঞ্চি জমিও নেবনা।