
নিজস্ব প্রতিবেদক:
কলারোয়া উপজেলার বড় খোরদো গ্রামের মিল্টন গাজীর ছেলে তাসিম গাজী ও শহিদুল গাজীর ছেলে আসাদুল গাজীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
সুত্র জানায়, গত বুধবার তাসিম গাজী দেয়াড়া গ্রামের মামার বাড়ী থেকে রাতে দাওয়াত খেয়ে বিদেশ যাওয়ার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে বাড়ীতে ফিরে আসার পথে খোরদো গ্রামের তালশারী নামক স্থান থেকে রাত সাড়ে ১১ টার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা পেছন থেকে রড দিয়ে পিটিয়ে আহত করে পকেটে থাকা নগদ টাকা ও হাতে থাকা একটি সোনার আংটি খুলে নিয়ে পালিয়ে যায়।ঘটনার পরপর তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেআহতদুইজনকে ভর্তি করে। আহত তাসিম গাজীর হাতে বড় ধরনের ক্ষত লক্ষ করা গেছে।
আহত আসাদুল জানান, আমাদেরকে আহত করে খোরদো গ্রামের তরিকুল সরদার, ঈমন সরদার ও সোজা গাজীকে আমরা দৌড়াইয়া পালাতে দেখতে পাই। এ ব্যাপারে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল বলে জানান তার স্বজনেরা।