
প্রেস বিজ্ঞপ্তি: ০৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ রোজ বৃহস্পতিবার সাতক্ষীরা পৗরসভার ওয়াস ব্যবসায়ীদের নিয়ে বঙ্গবন্ধু মিলনায়তন, প্রেসক্লাব ভবনে জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তকরন এবং মানবাধিকার ভিত্তিক ওয়াস সেবা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়। কেহ পিছে পড়ে রবে না এসডিজি’র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পৌরসভার প্রান্তিক এলাকায় ওয়াস সুবিধা বাঞ্চিত মানুষের মাঝে ওয়াস সেবা প্রদানের লক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ওয়াস সেবা প্রদানের ক্ষেত্রে জেন্ডার সমতা নিশ্চিত করতে হবে এবং জেন্ডার বৈষম্য কিভাবে ওয়াস সেক্টরকে বাধাগ্রস্থ করে ও বাঁধাসমুহ কীভাবে দূর করা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওয়াস পণ্য ও সেবার ক্ষেত্রে সামাজিক অর্ন্তভূক্তি ও সামাজিক অন্তর্ভুক্তিতে বাঁধাসমুহ দূর করার উপায় তথা বয়স, লিঙ্গ, শ্রেনী, বর্ণভেদে সকলকে অন্তর্ভুক্ত করতে হবে। উদ্যোক্তারা সামাজিক, রাজনৈতিক,অর্থনৈতিক ও আর্থিক ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে সামাজিক অর্ন্তভূক্তিতে সহযোগিতা করতে পারবে। উদ্যোক্তারা মানবাধিকার নিশ্চিত পূর্বক সকল মানুষের জন্য ওয়াস সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত ধারনা ও জ্ঞান লাভ করেন। সর্বোপরি প্রশিক্ষনার্থীরা বলেন আমাদের সকলকে একত্রিত হয়ে সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য ওয়াস সেবা প্রদান করতে হবে। প্রশিক্ষণ উদ্বোধন করেন আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম। এইচপি সংস্থার পক্ষে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন মৃনাল কুমার সরকার, মোঃ শরিফুল ইসলাম খান ও নন্দিতা রানী দত্ত । প্রশিক্ষণে ওয়াস উদ্যোক্তাদের মধ্যে শেখ হাবিবুর রহিম রিন্টু, মোঃ আল আমিন, রাবেয়া খাতুন, আলিম, মনোয়ার, হোসনে আরা ময়না, মোঃ মনিরুল ইসলাম মুকুল, সুজন, চম্পা দাস, মনিরা খাতুনসগহ অন্যান্য। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।