
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাটানা বারুণী মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজসেবক কল্যাণ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মিলন বলেন, বিগত নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে আমার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধি করে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক একটি পরিষদ গঠন করা। আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় সেটা করতে সক্ষম হয়েছি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য সন্তোষ কুমার মন্ডল, মিজানুর রহমান, সমাজসেবক কেশব মল্লিক, বিমল মল্লিক, সুকুমার মন্ডল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইন প্রমুখ।