
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি থানা পুলিশ অভিযানে চালিয়ে ৫ আসামীকে গ্রেফতার করেছে। রবিবার রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে, এসআই (নিঃ) ফণীভূষণ সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মতি ২৫(১০)/১৯ নং মামলার আসামী কাটাখালী গ্রামের আকবার গাজীর ছেলে শাহানেওয়াজকে গ্রেফতার করে। অপরদিকে এএসআই (নিঃ) মিলন হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বেউলা গ্রামের সালাম মোল্যার ছেলে কামরুল ইসলাম মোল্যাকে বুধহাটা বাজার হতে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ সংক্রান্ত বিষয়ে থানায় ৫(১১)/১৯ নং একটি মামলা রুজু করা হয়েছে। এএসআই (নিঃ) সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-১৭৮/১৭ (ওয়ারেন্ট) মূলে আসামী রাজাপুর গ্রামের মফিজুল ইসলাম ওরফে কাটোর ছেলে আক্তারুল মোড়লকে গ্রেফতার করে। এএসআই (নিঃ) নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-১৭৮/১৭ (ওয়ারেন্ট) মূলে আসামী রাজাপুর গ্রামের রেজাউল মোড়লের ছেলে শাহীনুর আলমকে গ্রেফতার করে। এএসআই (নিঃ) রিয়াজ উদ্দীন, এএসআই (নিঃ) কায়ছারুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-২৪৭/১৩ (ওয়ারেন্ট) মূলে আসামী পুইজালা গ্রামের মৃত আব্দুর রহিম মল্লিকের ছেলে চঞ্চল মল্লিককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিচারার্থে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।