
বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনি থানায় নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে মোঃ রফিকুল ইসলাম যোগদান করেছেন। সোমবার অপরাহ্নে তিনি আশাশুনি থানায় যোগদান করেন। জানা গেছে, গত ৫ ডিসেম্বর সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস অর্ডারে আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেনকে সাতক্ষীরায় বদলি করা হয়। একই আদেশে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলামকে আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) বদলি করেন। মোঃ রফিকুল ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার বাসিন্দা। তিনি কালিগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) এর দায়িত্ব পালন করেন। সেখান থেকে ৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় আশাশুনি থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। নবাগত ওসি (তদন্ত) আশাশুনিতে যোগদানের পর থানার অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা পালনে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।