
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদরের শ্রীকলস ৩ নং ওয়ার্ডের বাইতুল মামুর জামে মসজিদ উন্নয়নে সাতক্ষীরা জেলা পরিষদের এক লক্ষ টাকা বরাদ্দের চিঠি হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জুম্মা নামাজ শেষে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের নির্দেশে মসজিদ কমিটির সভাপতির কাছে অনুমোদন পত্র হস্তান্তর করেন জেলা পরিষদের সদস্য, আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সদর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মহিতুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি শহীদার গাজী, সাধারন সম্পাদক সবুর গাজী, কোষাধ্যক্ষ হাফিজুল, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও ইউপি সদস্য প্রার্থী রাকিব, অবঃ সেনা কর্মকর্তা আবু মুসা সহ মসজিদের মুসল্লীবৃন্ধ।