
নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখনে সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুদেষ্ণা সরকার, ওসি তদন্ত মাহফুজর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক, রিপোর্টাস ক্লাব সেক্রেটারী আব্দুস সামাদ বাচ্চু, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) রমেন্দু কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় রেজিষ্ট্রেশনের মাধ্যমে আশাশুনি হাসপাতালে ৭ ফেব্রুয়ারী করোনার টিকা ওেয়ার সিদ্ধান্ত গ্রহীত হয়।