
আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৫০৪ জন। নির্বাচনে ৪টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এর মধ্যে পুরুষ সদস্য পদে আহসান হাবিবের প্যানেলের দিদারুল ইসলাম ফুটবল প্রতীকে ২৬৮ ভোট ও আব্দুল মান্নান বিশ^াস তালাচাবি প্রতীকে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয় এবং মহিলা সদস্য পদে একই প্যানেলের রেহেনা খাতুন মাছ প্রতীকে ২৭৪ ভোট এবং লিপি ঘোষ মই প্রতীকে ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়।
তাদের প্রতিদ্ব›িদ্ব অপর প্যানেলের পুরুষ সদস্য পদে জামাল উদ্দীন বই প্রতীকে ১১৮ ভোট ও শাহিনুর ইসলাম বাইসাইকেল প্রতীকে ১১৫ ভোট এবং মহিলা সদস্য পদেরেহেনা আক্তার আনারস প্রতীকে ১০৫ ভোট ও শেফালী খাতুন মই প্রতীকে ৮৫ ভোট পেয়ে পরাজিত হয়। নির্বাচন পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহাজাহান আলী ও আবু সেলিম। বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক সহ সাংবাদিকরা নির্বাচন পরিদর্শন করেন।