
বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিবেদক: আসন্ন শারদীয়া দুর্গোৎসব ২০২২ সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বড়দলে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বড়দল ইউনিয়ন পরিষদ এ সভার আয়োজন করে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন ঢালি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি থানার এস আই নুর হোসেন, শিক্ষক নিমাই চাঁদ মন্ডল। বড়দল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ইউপি সদস্য চন্দ্র কান্ত মন্ডলের সঞ্চালনায় সভায় ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সম্পাদক এবং পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।