
নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলা ও জরিামানা আদায় করা হয়েছে। বুধবার বুধহাটা বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কররে। এ সময় স্বাস্থবিধি না মানায় দঃবিঃ ১৮৬০ এর ২৬৯ ধারায় পুরোহিতপুর গ্রামের বেলায়েত হোসেনের পুত্র শহিদুল্লাহ সরদার, বেউলা গ্রামের কাামল সরদারের পুত্র আলাউদ্দিন, আশাশুনি গ্রামের বেলায়েত হোসেনের পুত্র সাব্বির ও হামকুড়া গ্রামের বিশ^নাথ মন্ডলের পুত্র অরুন কুমার মন্ডলের নামে ৪ টি মামলা ও জরিমানা করা হয়।