
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে আইন শৃংখলা ও বাজার কমিটি বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় বুধহাটা বাজারের খেয়াঘাট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ গোলাম কবিরের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় আলোচনা রাখেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সিনিঃ সহকারী পুলিশ সুপার (দেবহাটা, আশাশুনি সার্কেল) শেখ ইয়াছিন আলি, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, এক্সআর্মি শেখ আছাফুর রহমান প্রমুখ।
ওসি (তদন্ত) মাহফুজুর রহমান এর পরিচালনায় মতবিনিময় সভায় বাজার কমিটি গঠন, নাইটগার্ড নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজার এলাকা থেকে চাঁদাবাজীসহ সকল অনিয়ম দুর্নীতি রোধ করতে পুলিশ কঠোর থাকবে। কোন প্রকার দুর্নীতি, চাঁদাবাজীর ঘটনা ঘটলে সাথে সাথে ওসিকে জানালে দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানান হয়।