জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হল রুমে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছাফিউল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক মোঃ আছাফুর রহমান, অভিভাবক সদস্য মোঃ রায়হান হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম। সমাবেশে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকগণ, বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত আগমন-প্রস্থানসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

