
আশাশুনি প্রতিবেদক: আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজান্তে ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে খাজরা ইউপি চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক এসএম শাহনেওয়াজ ডালিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এদিন খাজরা ইউনিয়নের খালিয়া, খালিয়া পূর্ব পাড়া, খাজরা বাজার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা ও এতিমখানা, পিরোজপুর, রাউতাড়া, তুয়ারডাঙ্গা, চেউটিয়া, গদাইপুর, কাপসন্ডা, ফটিকখালী, খাজরা গ্রামের ৪০টি জামে মসজিদে জুম্মা নামাজান্তে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। নামাজ শেষে মুসুল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
একাধিক মুসুল্লিদের সাথে কথা বললে তারা জানান, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমরা শান্তিতে ঘুমাতে পারছি। তিনি যেন আবারও নৌকা প্রতিক পেয়ে বিজয়ী হয়ে আমাদের মাঝে সেবা করতে পারে সেজন্যে তাকে সমর্থন করে আমরা সকলে তার জন্য দোয়া ও মোনাজাত করছি।